কাদাকনাথে স্বপ্ন বুনছেন ভৈরবের খামারিরা

এনটিভি প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৭:৫০

মধ্যভারতের ওষধি ও পুষ্টিগুণসম্পন্ন মুরগি কাদাকনাথে নতুন করে স্বপ্ন বুনছেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের খামারিরা। এরই মধ্যে অনেকের স্বপ্ন সফলতায় রূপ নিয়েছে। তেমনই একজন শহরের চণ্ডীবের এলাকার খামারি কবির মিয়া। তিনি এখন কাদাকনাথ মুরগির সফল খামারি হিসেবে নতুনদের কাছে আদর্শ ও অনুপ্রেরণা। তিনি সহযোগিতার উদার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার নতুন উদ্যোক্তাদের দিকে। কাদাকনাথ মুরগি দেখতে কালো। এর মাংসও কালো। ডিম দেশি মুরগির মতোই দেখতে সাদা। তবে এর মাংস, ডিম বেশ সুস্বাদু। আর পুষ্টি দেশি জাতের মুরগির চেয়ে বেশি। অন্যদিকে এই মুরগির মাংস এবং ডিম ওষধি গুণসম্পন্ন। এসব তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট খামারিরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us