বার্সেলোনাকে বিপদ থেকে উদ্ধার করার ইচ্ছা নেই আর্জেন্টাইন ‘যোদ্ধা’র

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৬:০০

আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে সেদিন চোট নিয়ে মাঠ ছেড়েছেন পিকে। মাঠ ছাড়ার সময় হতাশায় যেভাবে পিকে দুহাত দিয়ে মুখ ঢেকেছেন, তা থেকে বোঝা গেছে চোট গুরুতরই। অনেক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সার ডিফেন্ডারকে। পিকের হাঁটুর এই চোট বার্সেলোনার কোচ কোমানের কপালে বড় ভাঁজই ফেলার কথা। এমনিতেই রক্ষণে খেলোয়াড় সংকট আছে দলটির; তার ওপর পিকে লম্বা সময়ের জন্য বাইরে থাকলে রক্ষণ নিয়ে বেকায়দায় পড়তে হবে দলটিকে। দলবদলের জানালাও খোলা নেই, ফলে চট করে কোনো ডিফেন্ডার যে কিনে ফেলবে বার্সেলোনা, সে উপায়ও নেই। কাউকে আনতে চাইলে হয় সে খেলোয়াড়কে চুক্তিহীন বেকার হতে হবে, নয়তো কাউকে অবসর থেকে ফেরাতে হবে।

ফলে যথারীতি শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। পিকের জায়গায় খেলানোর জন্য কাউকে কি দলে আনবে বার্সেলোনা? বাজারে চুক্তিহীন খেলোয়াড় কে আছেন? সদ্য অবসরইবা নিয়েছেন কোন ডিফেন্ডার, যাঁকে বুঝিয়ে-সুজিয়ে বার্সার হয়ে খেলার জন্য রাজি করা যায়? স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো সেদিন জানিয়েছে, সদ্য ফুটবল থেকে অবসর নেওয়া দলের সাবেক তারকা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানোকে দলে আনার জন্য খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে কাতালান ক্লাবটা। গুঞ্জনটা শুনেই আশাবাদী হয়ে গিয়েছেন বেশ কিছু বার্সা–সমর্থক। মাচেরানো যত দিন বার্সায় ছিলেন, দল ছিল এককথায় বিশ্বজয়ী। অকুতোভয় যোদ্ধার মতো মাঠে খেলতেন এই আর্জেন্টাইন। বার্সায় জেতেননি, এমন কোনো ট্রফি নেই। দলের মূল তারকা লিওনেল মেসির সঙ্গে সম্পর্কটাও দুর্দান্ত তাঁর। প্রিয় দলের দুর্দিনে কি মাচেরানোর মন একটু হলেও কাঁদে না?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us