বিপুল অর্থ, অস্ত্র-মদ ও সোনাসহ মনির হোসেন গ্রেপ্তার হওয়ার পর তার অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিক অনুসন্ধানে মনিরের নামে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের এক কর্মকর্তা।
অনুসন্ধানের এই পর্যায়ে নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক মাস এই অনুসন্ধান চলছে। শিগগিরই তার কাছে সম্পদের বিবরণী চেয়ে নোটিস পাঠানো হবে।”
কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, মনিরের নামে নানা অভিযোগ কমিশনে জমা পড়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।