হাইড্রোজেন ট্রেন এবং ফিলিং স্টেশন বানানোর কাজ শুরু করেছে সিমেন্স মোবিলিটি এবং ডয়চে বান। জার্মানির স্থানীয় রেল নেটওয়ার্কের ডিজেল ইঞ্জিন বাতিল করার লক্ষ্যে ২০২৪ সালের মধ্যে হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষা শুরু করবে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বৈদ্যুতিক রেলগাড়ি মিরেও প্লাসের ওপর ভিত্তি করে প্রোটোটাইপ ট্রেনটি বানাবে সিমেন্স। একটি ব্যাটারি এবং জ্বালানি কোষগুলো গাড়িতেই হাইড্রোজেন এবং অক্সিজেনকে বিদ্যুতে রূপান্তর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দু’টি।