উপড়ে সুনীল খোলা আকাশ। আলের পরে আল। বিস্তির্ণ ধান খেত। ঘাসের শিশির মেখে শিশুদের কঁচি পায়ের দৌঁড়। গরু ছাগলের মাঝে সাদা বকের সারি। হেমন্তের সোনালী রোদে চাষিরা শুকিয়ে নিচ্ছেন সোনামাখা ধান। কেটে নেয়া ধানের গাছ থেকে মাটিতে ঝড়ে পড়েছে কিছু ধানের শিশ। মাটিতে পড়ে থাকা ধানের শিশ দেখেই কঁচি পায়ের দৌঁড়। ধানের শিস কুড়িয়ে নিচ্ছে শিশুদের দল। ধানের শিস কুড়োনোর প্রতিযোগিতাও শুরু হয় তাদের মাঝে।