যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতেই জলবায়ু চুক্তি: ট্রাম্প
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ০৬:৩২
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পক্ষে সাফাই গেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতেই এই চুক্তি করা হয়েছিল। গতকাল জি-২০ দেশগুলোর ভার্চুয়াল সম্মেলনে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেছেন, আমি অন্যায্য ও একপেশে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলাম।
আমি লাখ লাখ আমেরিকানের চাকরি সমর্পণ এবং বিশ্বের সবচেয়ে দূষণকারী ও পরিবেশ লংঘনকারীদের কোটি কোটি ডলার পাঠানোকে প্রত্যাখ্যান করেছি এবং এটাই ঘটেছে। খবর সিএনএন ও রয়টার্সের। সম্মেলনের মধ্যেই টুইটারে ব্যস্ত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো শেষবারের মতো জি-২০ সম্মেলনে অংশ নিলেন।