ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ এবং দফতরে কর্মরত ১০ জন কর্মচারীকে (মাস্টাররোল) চাকরিচ্যুত করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ৫৯ বছর অতিক্রম করায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। তিনি জানান, গত ১৯ নভেম্বর এই ১০ জনকে চাকরিচ্যুত করে অফিস আদেশ জারি করেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান। রোববার থেকে তা কার্যকর করা হয়েছে। দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন তারা। এর ফলে করপোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।