সাবেক প্রেমিকাকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা : প্রেমিকের যাবজ্জীবন
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৮:৫৫
দিনাজপুরে প্রেমিকাকে কুপিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে এবং ইট দিয়ে আঘাতে হত্যা মামলায় মাহফুজ আলম ওরফে মানিক নামে একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা অনাদায়ে আরো একবছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা আসামির উপস্থিতিতে এই রায় দেন।
আসামি মানিক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামি মানিকের সাথে একই উপজেলার শীতলাই চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে রোমানা আক্তার মৌ-এর সাথে প্রেম চলে আসছিল।