ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া সড়কে দুই পাশে বাসা-বাড়ি থেকে নির্গত শৌচাগারের ময়লা পানি বন্ধের দাবিতে এলাকাবাসী রাস্তা অবরোধ করেছে। রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পানি বন্ধের দাবিতে এলাকাবাসী রাস্তা আটকে দিলে শত শত যানবাহন ও জনগণ ভোগান্তিতে পড়ে।
ভুক্তভোগী ও ব্যবসায়ী নাসির আল মামুন বলেন, পাশেই মসজিদ থাকায় মুসল্লিরা নামাজে যেতে পারছেন না, চলাচলে বিঘ্ন হওয়ায় ক্রেতাসাধারণ দোকানে পণ্য কিনতে যেতে পারেন না।