দেশে সেফটি হেল্পলাইন নম্বর চালু করল রাইড ভাগাভাগির সেবা উবার। উবার অ্যাপে সেফটি টুলকিটের এসওএস ৯৯৯ বোতাম ব্যবহার করে প্রয়োজনের সময় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা যায়। এবার সেটির পাশাপাশি সেফটি হেল্পলাইন নম্বর যুক্ত হলো বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উবার।
নতুন সেফটি হেল্পলাইন নম্বরের মাধ্যমে যাত্রার সময় কোনো সমস্যা দেখা দিলে উবারের নিরাপত্তা দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন যাত্রী। কথা বলা যাবে বাংলা বা ইংরেজিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানায়, সেফটি হেল্পলাইন নম্বরটি ন্যাশনাল ইমার্জেন্সি হেল্পলাইন ৯৯৯-এর বিকল্প নয়। তবে যাত্রী ও চালকদের প্রয়োজনীয় মুহূর্তে জরুরি সেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।