শুটিং চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট হচ্ছে ছবি। কখনো সিনেমার দৃশ্য, কখনো চরিত্রের বেশে অভিনয়শিল্পী, কখনো–বা ভিডিও ক্লিপ। অনেকে মনে করেন, প্রচারের মাধ্যমে প্রসারের জন্য এসব করা হয়। তবে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, সিনেমা মুক্তির আগে অপরিকল্পিতভাবে দৃশ্য প্রকাশে প্রসারের বদলে ভরাডুবিই বেশি হয়।
ধরা যাক, হলিউড বা বলিউডের কথা। সেখানে শুটিং সেট থেকে প্রায়ই ছবি ফাঁস হয়ে যায়। এ নিয়ে তখন তোলপাড় শুরু হয়। এসব কারণেই হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান তাঁর শুটিং সেটে মুঠোফোন নিষিদ্ধ করেছেন। কারণ, দৃশ্য ফাঁস হলে ছবিটি নিয়ে মানুষের আগ্রহ নষ্ট হয়ে যায়। কেননা, সিনেমায় দর্শকেরা পান সম্পাদিত ফুটেজ, যা ধারাবাহিকতা রক্ষা করে প্রদর্শিত হয়। সেখানে অসম্পাদিত ও খণ্ডিত দৃশ্য বা ছবি দর্শকের কাছে কোনো অর্থ বহন করে না।