১৮ কোটি মূল্যের জাল স্ট্যাম্প, ডাকটিকিট,কোর্ট ফি জব্দ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৪:৫৩
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ জাল স্ট্যাম্প, ডাকটিকিট, কোর্ট ফি তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫), মো. মোরসালিন সরদার সোহেল (৩০), মো. রনি শেখ (২৫) ও মো. আবদুল আজিজ (২৩)। ১৯ নভেম্বর পল্টন ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগের রমনা জোনাল টিম।
এ সময় জাল স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি প্রিন্টার, দুটি বড় ইলেকট্রিক সেলাই মেশিন ও একটি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়। এ ছাড়া ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাকটিকিট ও কোর্ট ফি জব্দ করা হয়।