২১৩ কোটি টাকা কম খরচেই শেষ হলো প্রকল্প

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ০৯:২৪

জাপানি অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়নে বেঁচে গেছে ২১৩ কোটি টাকা। বেঁচে যাওয়া টাকায় এরই মধ্যে আরো গ্যাস মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিতাস সূত্রে জানা গেছে, ‘প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন’ প্রকল্পে এমন ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ের আগেই ২ লাখ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা সম্ভব হয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) তদারকির কারণেই অর্থ সাশ্রয় হয়েছে।

তিতাস জানায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে গ্যাসের অপচয় রোধ করতে ৭১২ কোটি টাকা ব্যয়ে ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রকল্প (বিডি-পি৭৮) হাতে নেয় তিতাস। নির্দিষ্ট মেয়াদে প্রকল্প বাস্তবায়নের ফলে সরকারি ২০২ কোটি এবং জাপানি ঋণের ১১ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখন সাশ্রয় হওয়া অর্থ দিয়ে নতুন করে আরও ১ লাখ ২০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us