‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ২১:২০

ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সর্বাত্মক লড়াইয়ের আহ্বান জানিয়েছে সরকারবিরোধী রাজনৈতিক নেতারা। তারা বলেন, রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে। মওলানা ভাসানীর দিশায় ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন ঘটাতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে নেতারা এসব কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।

সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মওলানা কেবল ‘খামোশ’ স্লোগান উচ্চারণ করেননি, বলেছেন ‘জাগো-জাগো’, দেশবাসীকে তিনি জাগতেও বলেছেন।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের ঐক্যের প্রতীক। শাসকরা আমাদের ভাগ করতে চায়, মওলানার আদর্শে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মওলানার আদর্শে উজ্জ্বীবিত হয়ে আজকে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, মওলানার ভাসানীর সংগ্রাম আজও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক। ভাসানীর রাজনীতিই আমাদের রাজনীতি। ভাসানীর দিশায় আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন ঘটাতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us