সাগরপারের জেলের স্বপ্ন নিয়ে ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’

প্রথম আলো প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৯:২৯

সাগরপাড়ের একটা ছেলের স্বপ্ন সে একদিন নিজে ট্রলার নিয়ে মাছ ধরতে যাবে সমুদ্রে। কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো দুলতে থাকা জীবনসংগ্রামে সে স্বপ্ন পূরণ হয় কি না, তা আর জানা যায় না। এমন গল্প নিয়ে শেষ হলো তরুণ নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদের চতুর্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শব্দের ভেতর ঘর’ নির্মাণের কাজ। সিরাজগঞ্জ আর বরগুনার পাথরঘাটায় পাঁচ দিন ধরে চলেছে শুটিং। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাক্ষ্য শহীদ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাসুম শহরিয়ার। ইউএনডিপি প্রযোজিত ছবিটি এখন রয়েছে সম্পাদনার টেবিলে।

এই ছবির শুটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল, এমন প্রশ্নের উত্তরে সাক্ষ্য বলেন, ‘আমার জন্ম আর বেড়ে ওঠা ঢাকায়। দাদিবাড়ি রংপুর। আর ছবিতে আমার চরিত্রটা বরিশালের স্থানীয় ভাষায় কথা বলে। তাই আমার প্রথম চ্যালেঞ্জ ছিল ভাষা আর টোন শেখা। দ্বিতীয়ত, এখানে আমি একটা জেলে। সমুদ্রে আছ ধরে যার জীবন কাটে। সেই জীবন শেখা, ধারণ করা আরেকটা চ্যালেঞ্জ। সিরাজগঞ্জের শুটিং শেষ করে আমরা ট্রলারে করে বরগুনা যাই। ট্রলারের ভেতরেও শুটিং চলেছে। এই নির্মাতা আর দলের সঙ্গে কাজ করতে ভালো লেগেছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us