জোসে মরিনিওকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। দুজনই পর্তুগিজ, দুজনই যেকোনো মূল্যে জিততে পছন্দ করেন। কিন্তু মিলটা এখানেই শেষ। দুজনের মধ্যে তুলনারও প্রশ্ন আসে না। একজন সর্বকালের সেরা ফুটবলারদের একজন, আরেকজন নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বলতে আগ্রহী নন। কোচ হিসেবে ফুটবলকে যা দিয়েছেন, তাতেই কিংবদন্তি হয়ে থাকবেন মরিনিও।
রোনালদোর সঙ্গেই তুলনা টানা যাচ্ছে না, সেখানে আরিয়ানা গ্রান্দে, ডোয়াইন জনসন, কাইলি জেনার বা কিম কার্ডাশিয়ানদের সঙ্গে তুলনা টানার তো প্রশ্নই ওঠে না। ফুটবল ছেড়ে এভাবে বিনোদন জগতে ঢুকে পড়ার কারণ হলো, তাঁদের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা। এই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী রোনালদোর। ২৩ কোটি ৮৮ লাখ মানুষ অধীর আগ্রহে বসে থাকেন রোনালদো কখন কোনো কিছু পোস্ট করবেন সে অপেক্ষায়। এরপরই ২০ কোটি ৩৩ লাখ অনুসারী নিয়ে আছেন সংগীতশিল্পী গ্রান্দে। জনসন (দ্য রক), জেনারদের অনুসারীর সংখ্যাও ২০ কোটির কাছাকাছি।