১৬ ঘণ্টার চেষ্টায় ৫০ ফুট গভীর কুয়া থেকে উদ্ধার করা হল হাতিটিকে
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৭:২৭
১৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৫০ ফুট গভীর একটি কূপ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতিকে। খবর- এনডিটিভি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের তামিলনাড়ু রাজ্যের ধর্মপুরী জেলার পাঞ্চাপাল্লি গ্রামে ঘটে এ ঘটনা। আগেরদিন (বৃহস্পতিবার) শস্যক্ষেতের কূপে পড়ে যায় হাতিটি। কূপটির মালিক ভেঙ্কাটাচালাম নামে এক স্থানীয় কৃষক। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভেঙ্কাটাচালাম নামে ওই কৃষক ক্রমাগত হাতির ডাক শুনে সেটিকে খুঁজতে বের হন। একপর্যায়ে কূপের ভেতর তাকালে তিনি হাতিটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান তিনি।