৭ দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ধর্মঘট অব্যাহত
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৩:৩১
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনপ্রাপ্ত সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র মাদরাসা শিক্ষক সমিতি ষষ্ঠ দিনের মতো এ কর্মসূচি পালন করছে।
শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। ২০১৮ সালে আমাদের ধর্মঘট ও অনশন চলাকালে সরকারের নির্দেশে সংশ্লিষ্ট দফতরের সচিব শিক্ষক সমিতির দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে।