হংকংয়ে চিনের ভূমিকার নিন্দা করে প্রস্তাব

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ০৪:৪৪

হংকংয়ে ‘মানবাধিকার লঙ্ঘন’ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার কণ্ঠরোধে চিনের নিন্দা করে সর্বসম্মত প্রস্তাব পাশ করল আমেরিকার হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস। বুধবার ধ্বনিভোটে ওই প্রস্তাব পাশ হওয়ার পরে ভারতীয় সময় অনুযায়ী আজ ভোরে হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি টুইট করে বলেন, ‘‘এই প্রস্তাবের মধ্য দিয়ে চিন কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের জন্য কড়া বার্তা দেওয়া হচ্ছে।’’

পেলোসি আরও বলেন, হংকংয়ে আইনের শাসন এবং তিব্বতে ধর্ম ও সংস্কৃতির অধিকার ফেরানোর লক্ষ্যে হাউস সব সময় লড়বে। পাশ হওয়া প্রস্তাবে আমেরিকার প্রেসিডেন্ট, বিদেশসচিব এবং কোষাগার সচিবকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন মিত্ররাষ্ট্রগুলির সঙ্গে কথা বলে হংকংয়ের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করেন। রাষ্ট্রপুঞ্জের তরফে হংকংয়ের জন্য বিশেষ এনভয় নিয়োগের ব্যবস্থা করার পরামর্শও দেওয়া হয়েছে। হংকংয়ে নিপীড়িত অধিবাসীরা যাতে প্রয়োজনে অন্য দেশে চলে যেতে পারেন, সেই পথ সুগম করার প্রস্তাবও রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us