সিলেটে ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন ৭৫ হাজার গ্রাহক অফিস অফিসসিলেট প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১২:১৮ অ+ অ- সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ–ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পুরো সিলেট সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ–ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পুরো সিলেটপ্রথম আলো ফাইল ছবি সিলেট নগর ও সদর উপজেলায় ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছেন প্রায় ৭৫ হাজার গ্রাহক। গত মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিলেটের আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলা। পরে মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় আছেন সিলেটের প্রায় ৭৫ হাজার গ্রাহক।