জাতীয় সঙ্গীত গাইতে জানেন না বিহারের নতুন শিক্ষামন্ত্রী! সমালোচনার ঝড়
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ২২:৩৫
'বড় দাদা' বিজেপির ইচ্ছায় ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেছেন নীতীশ কুমার। আর এরপর থেকেই তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। সবচেয়ে বিড়ম্বনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বিহারের নতুন শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরীকে নিয়ে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিহারের নতুন শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতীয় সঙ্গীত গাইছেন। কিন্তু তিনি তা সঠিকভাবে গাইতেই পারছেন না। মাঝের শব্দ ভুলে গিয়ে অন্য শব্দ ধার করে জাতীয় সঙ্গীত গাইছেন!
মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে প্রথম এই ভিডিয়োটি সামনে আনেন। যদিও ভিডিয়োটি পুরনো। সেটি প্রকাশ্যে আসতেই আরও চেপে ধরেছে বিহারের সবচেয়ে বড় দল আরজেডি। সঞ্জয় নিরুপমও কটাক্ষ করে ট্যুইটে লেখেন, 'ইনি হলেন বিহারের নতুন শিক্ষামন্ত্রী। শোনা যায়, তিনি নাকি এর আগে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। কী অবস্থা জাতীয় সঙ্গীতও ঠিকমত গাইতে পারছেন না! নতুন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। ভারতীয় গণতন্ত্রের এই পাপ ধোবে কে?'