কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে শ্রী নিবাস বর্মণের বাড়িতে কালীপূজা উপলক্ষে নির্মিত অস্থায়ী মণ্ডপে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভবানীপুর গ্রামের উত্তম বর্মণ (৩৫), পাপ্পু বর্মণ (২৬), ইরেন্দ্র বর্মণ (৪০), সুরুজ আলী (৪২) ও সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম শিপন (৩৫)।