নারায়ণগঞ্জে ৩ বেসরকারি হাসপাতাল বন্ধ, আড়াই লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৮:৫৭
নারায়ণগঞ্জ শহরে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধসহ দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শহরের খানপুর ও চন চেম্বার এলাকায় অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাদের এই দণ্ড দেওয়া হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম জানান।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের অনুমোদন নেই। তাছাড়া রোগীদের সঙ্গে প্রতারণা ও মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম ব্যবহারের কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করাসহ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।