ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত ভারভারা রাওকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৫:৪১
ভীমা কোরোগাঁও মামলায় অভিযুক্ত তেলুগু লেখক-কবি ভারভারা রাওকে চিকিত্সার জন্য নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হোক। মহারাষ্ট্র সরকারকে বুধবার এই নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, তাদের না জানিয়ে যেন রাওকে হাসপাতাল থেকে না ছাড়া হয়। ১৫ দিনের জন্য চিকিত্সার অনুমতি দেওয়া হয়েছে রাওকে।
আদালত আরও জানিয়েছে, রাওয়ের যাবতীয় চিকিৎসার খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, হাসপাতালের নিয়ম মেনে পরিবারের সঙ্গেও রাওকে দেখা করতে দিতে হবে।
মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি ছিলেন রাও। তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। জেলে ঠিক মতো চিকিত্সা পরিষেবা দেওয়া হচ্ছে না। অতএব রাওকে মুক্তি দেওয়া হোক— এই মর্মে দাবি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাওয়ের স্ত্রী পি হেমলতা। এ দিন বিচারপতি এএস শিন্ডে এবং মাধব জামদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তখন আদালত রাজ্য সরকারকে এই নির্দেশ দেয়।