সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার খবর স্বাভাবিকভাবে নিয়েছেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এটা প্রত্যাশার চেয়েও সহজ ছিল এবং জারদারি যুক্তরাষ্ট্রে অবস্থান বুঝতে পেরেছিল বলেও জানিয়েছেন ওবামা। খবর দ্য ডনের।
মঙ্গলবার ওবামার ‘আ প্রমিজড ল্যান্ড’ বই প্রকাশ পেয়েছে। সেখানেই তিনি মার্কিন কমান্ডোদের হাতে বিন লাদেনের হত্যার বর্ণনা দিয়েছেন। অ্যাবোটাবাদের একটি বাড়িতে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে ২০১১ সালের ২ মে হত্যা করা হয়। ওবামা তার বইয়ে লিখেন, একটি মিত্র দেশের অভ্যন্তরে একটি সামরিক হামলার নির্দেশ দিলে দেশটির সার্বভৌমত্ব খর্ব হয় বলে তিনি জানতেন। কিন্তু আল কায়েদা নেতাকে হত্যার সুযোগ তিনি হাতছাড়া করতে চাইছিলেন না।