কুরআনুল কারিমের ঘোষণায় তাওবাহ-ইসতেগফার অনেক উত্তম ইবাদত। ইসতেগফার কবুলের জন্য নিজের খাবার হালাল হওয়া জরুরি তেমনি তাওবাহকারীর পোশাকও হতে হবে হালাল। তবেই দৃঢ় বিশ্বাস রাখা যায় যে, বান্দার তাওবাহ-ইসতেগফার কবুল হবে। আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক আদম সন্তানই গোনাহগার।
আর গোনাহগারদের মধ্যে তাওবাহকারীরাই সর্বোত্তম।’ হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি নিজ আমল দেখে খুশি হতে চায়, সে যেন বেশি বেশি ইসতেগফার বা ক্ষমা প্রার্থনা করে।’ তাই মুমিন বান্দা নিজেকে গোনাহমুক্ত রাখতে ৩টি উপায়ে তাওবাহ-ইসতেগফার করবে।