রাজা মিয়ার চায়ে মুখরিত বিমানবন্দর এলাকা, প্রতিবন্ধীরা পায় ফ্রি’তে
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৩:৩১
পুরো নাম আজহার উদ্দিন হলেও রাজা নামেই পরিচিত তিনি। নাম নয়, কর্ম দিয়েই যে মানুষের পরিচিতি তার উদাহরণ হতে পারে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চা বিক্রেতা রাজা মিয়া। আরো পড়ুন: দিন-রাত পাপ কর্মে ডুবে আছে কুখ্যাত এক দ্বীপ কেউ কেউ তাকে রাজা মামা বলেও ডাকেন। সেখানে আরো অনেকগুলো চায়ের দোকান থাকলেও রাজা মামার চা একেবারেই আলাদা।
সদা হাস্যোজ্জ্বল বিশাল গোফধারী রাজা মামা চা বিক্রি করেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পিছন দিকে গাড়ি পার্কিং এলাকায়। সেখানে থরে থরে সাজানো তামার তৈরি অ্যারাবিয়ান ডিজাইনের কেটলি। কাজুবাদাম, পুদিনা পাতা, তেঁতুল, মাল্টা,