মানিকছড়িতে ব্যাটারি চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সময় টিভি প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১২:৪৮

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম খোরশেদ আলম (৩৮)। তিনি মানিকছড়ির তিনটহরী এলাকার আনুমিয়ার ছেলে। বুধবার (১৮ নভেম্বর) খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, বুধবার মধ্যরাতের দিকে খোরশেদ মানিকছড়ির তিন টহরী নামক এলাকায় স্থানীয় এক ব্যাটারিচালিত ইজিবাইকের গ্যারেজে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।

এসময় চার্জে থাকা ব্যাটারি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিঁদ কেটে ব্যাটারি চুরি করার সময় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us