পাবনার চাটমোহরে ফের অগ্নিকান্ডে মুরগীর খামারসহ ফসল পুড়ে ব্যাপক ক্ষতি

ইনকিলাব প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ০৮:০১

পাবনার চাটমোহরে ফের অগ্নিকান্ডে মুরগীর খামারসহ ফসল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা ও সজনাই গ্রামে পৃথক দুইটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, গতকাল দিবাগত রাতের কোন এক সময় বারকোনা গ্রামের বাবু হোসেনের ছেলে মিলন হোসেনের ব্রয়লার মুরগী খামারে কে বা কারা আগুন লাগায়। এতে খামারের ২৪০টি মুরগীসহ সবকিছু পুড়ে যায়।

খামার মালিক রাজমিস্ত্রী মিলন হোসেন জানান, সে দিনমজুরী করে অনেক কষ্টে ব্রয়লার মুরগীর খামার করেছিল। কিন্তু শত্রুতা করে আমার সবকিছু শেষ করে দিয়েছে। এতে প্রায় ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা। এদিকে মঙ্গলবার সকালে সজনাই গ্রামের আঃ কুদ্দুসের ছেলে লুৎফর রহমান ও জিলহাজ হোসেনের বাড়িতে আগুন লেগে ৫টি ঘর ও ঘরে থাকা রসুন, পেঁয়াজ, নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us