টাকা‍ পাঠাতে সরকার দেবে হাজারে ৭ টাকা, সাধারণ মানুষ দেবে বেশি

প্রথম আলো প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ২৩:০৪

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর আয় কিছুটা কমবে। কারণ, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় উপকারভোগীদের কাছে টাকা পৌঁছাতে সরকার এমএফএসগুলোকে এত দিন যে হারে মাশুল দিয়ে আসছিল, তা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে।

এমএফএসগুলো এত দিন ১ দশমিক ২৫ থেকে ১ দশমিক ৮৫ শতাংশ হারে মাশুল পাচ্ছিল। এখন পাবে শূন্য দশমিক ৭ শতাংশ হারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই হার নির্ধারণ করে গত বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে ক্যাশ আউট চার্জ হবে অভিন্ন এবং হাজারে ৭ টাকা। তবে সাধারণ মানুষ আগের হারেই মাশুল দেবে।

পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ এমএফএসের মাধ্যমে বিতরণের জন্য নতুন মাশুল হার প্রযোজ্য হবে। কোনো অবস্থায়ই এমএফএস অপারেটরা এই হারের বেশি মাশুল সরকারের কাছ থেকে নিতে পারবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us