চুক্তি বৃদ্ধির বিষয়ে ম্যানচেস্টার সিটির সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সিটিজেনদের সাথে ডি ব্রুইনার বর্তমান চুক্তি ২০২৩ সালে শেষ হয়ে যাবে। কিন্তু ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন সিটির সাথে চুক্তি নবায়নে তিনি মুখিয়ে আছেন।
২০১৫ সালে ক্লাব রেকর্ড ৫৫ মিলিয়ন পাউন্ডে উল্ফসবার্গ থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইনা। গত রবিবার নেশন্স লিগে ২-০ গোলে জয়ী হয়ে ইংল্যান্ডকে বিদায় করে দেওয়ার পর ডি ব্রুইনা বলেছেন, 'আমি ম্যানচেস্টারের সময়টা বেশ উপভোগ করছি। ভালো একটি ক্লাবে ভালো একজন মালিকের অধীনে খেলাটাও সৌভাগ্যের। আমরা চুক্তি বৃদ্ধির বিষয়ে হালকা আলোচনা করেছি, তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এই মুহূর্তে আমি সিটিতে আরো কিছুদিন খেলার জন্য মুখিয়ে আছি। আমি যদি এখানে থাকতে না চাইতাম তবে আলোচনার প্রশ্নই উঠত না। কিন্তু কেউ যদিও থাকতে চায় তবে সবকিছুই সহজ হয়ে যায়।'