ইঞ্জিনচালিত নৌকায় সাঙ্গু নদীর পান্না সবুজ বুক চিরে এগিয়ে চলেছি। দলে আছে রোমেল, আরাফ, আসাদ, মাসুদ আর রিফাত। টানা দুই দিনের সরকারি ছুটি কাজে লাগানো তো বটেই, সেই সঙ্গে মনটাকে চাঙা করতে আমরা চলেছি জোতলাংয়ের উদ্দেশে।
ভোরে ঢাকা থেকে বান্দরবান পৌঁছানোর পর হালকা নাশতা সেরেছি। নাশতা শেষ করেই চান্দের গাড়িতে থানচির উদ্দেশে যাত্রা করেছিলাম। চান্দের গাড়িতে সর্পিল পাহাড়ি পথে ওঠা–নামার ফাঁকে চলছিল ছয় বছর আগের স্মৃতিরোমন্থন। সেবার গিয়েছিলাম সাকা হাফং জয় করতে।