ডেমরায় অপহৃত দশম শ্রেণির ছাত্রী, দু'মাসেও সন্ধান মেলেনি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১০:৪১

রাজধানীর ডেমরায় অপহরণের দুই মাস অতিবাহিত হলেও এখনো অপহৃত দশম শ্রেণির ছাত্রীর সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের নির্দেশে গত ১৪ নভেম্বর রাতে ডেমরা থানায় একটি পিটিশন মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। এর আগে অপহরণের পর এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

অভিযুক্তরা হলেন- ডেমরার কোনাপাড়া আইডিয়াল ও আলামীন রোড মসজিদ সংলগ্নে বসবাসরত চাঁদপুরের মতলব থানার খুনের চর মালবাড়ী গ্রামের তাজ উদ্দিন মালের ছেলে ইমন ওরফে জিংকু (২২) ও তার মা সাজু বেগম, একই এলাকার তানিয়া (২৮), আলামিন, ভোলার সদর থানার শ্যামপুর গ্রামের মানিক হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম, ঢাকার রমনা থানাধীন ৪৮ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী এলাকার হাফিজউল্লাহ ভূঁইয়ার ছেলে কামরুল আহসান (৪৫) ও ঢাকার শান্তিনগর বাজার রোড এলাকায় বসবাসরত বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মৈশাইর গ্রামের শফিউল ইসলামের ছেলে ফাইজুল ইসলাম ফয়েজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us