সুইসাইড নোটে অর্ণব গোস্বামীর নাম থাকা সত্ত্বেও তাঁর গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির প্রথম সারির নেতারা। অথচ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলবন্দি করে রাখলেও, মুখে টুঁ শব্দও বিজেপি নেতৃত্বের! অবস্থাটা যখন এমন, তখন সোমবার 'ন্যাশনাল প্রেস ডে'-তে সংবাদমাধ্যমের স্বাধীনতারক্ষায় নরেন্দ্র মোদী সরকার দায়বদ্ধ বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে তথ্যসম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন্দ্রের দাবির সঙ্গে বাস্তবের মিল কতটা!