পবিত্র উমরা পালনের বিষয়ে বাংলাদেশি যাত্রীদের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বাংলাদেশ সরকার ও এজেন্সিগুলো উমরা কার্যক্রমের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছেন। যেন সৌদি আরব থেকে উমরা চালুর ঘোষণা আসার পর দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় বৈধ উমরা এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেশকিছু শর্তসাপেক্ষে ১৬৭টি বৈধ উমরা এজেন্সির তালিকা প্রকাশ করেছে।