দীর্ঘ আট বছরের চেষ্টায় ফল পেল চীন। গতকাল রোববার সকালে আসিয়ানসহ জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে যে বাণিজ্য চুক্তি তারা করল, তাতে এটাই বোঝা গেল, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের আধিপত্য কতটা। বিশ্লেষকেরা মনে করছেন, এই চুক্তি বিশ্ব বাণিজ্য ব্যবস্থার ভারসাম্য বদলে দিতে পারে।
রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) বা ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারি’ শীর্ষক এই বাণিজ্য চুক্তির ভৌগোলিক ও অর্থনৈতিক পরিসর চমকে দেওয়ার মতোই—বিশ্বের এক-তৃতীয়াংশ জনসংখ্যা ও ২৯ শতাংশ জিডিপি। চুক্তির আওতা খুব বড় না হলেও গুরুত্বের দিক থেকে এটি অনেক বড়।