গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি গ্রামসংলগ্ন খালের ওপর নির্মিত পাকা সেতুটি বেহাল। গত বন্যায় সেতুটির দুপাশের অ্যাপ্রোচ সড়কের মাটি বন্যার পানির তোড়ে ধসে যায়। ফলে এলাকার লোকজনকে এখন বাঁশের সিঁড়ি দিয়ে সেতুতে উঠে যাতায়াত করতে হচ্ছে। সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল বন্ধ থাকায় মালামাল পরিবহন ও পথ চলাচলে আশপাশের ২০টি গ্রামের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে ৩৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘ্যরে এ সেতুটি নির্মাণ করে। সেতুর দুপাশ বেলে মাটি দ্বারা সংযোগ নির্মাণ করায় বর্ষা মৌসুমে সেতুটির অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে যায়। এখন পর্যন্ত এই সেতুর দুপাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।