সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বণিক বার্তা প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৫:০১

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি আরও বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে আজ বেলা ১২টার কিছু পরে তার মৃত্যুর ঘোষণা দেন কলকাতার চিকিৎসকরা। ৮৬ বছর বয়সী সৌমিত্রকে বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। করোনা পজিটিভ হয়ে তিনি গেল ৪০ দিন ধরে কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনামুক্ত হলেও সুস্থ হয়ে উঠতে পারেননি বরেণ্য এই অভিনেতা, বাচিক শিল্পী ও কবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us