ব্রাহ্মণবাড়িয়ায় ছয় মাসে অর্ধশতাধিক খুন

ইত্তেফাক প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ০৭:৪৭

পারিবারিক কলহ, আধিপত্য বিস্তার এবং একাধিক সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় গত ছয় মাসে অর্ধশতাধিক খুনের ঘটনা ঘটেছে। কখনো নিজ বাড়ির খাটের নিচ থেকে জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। আবার কখনো প্রতিপক্ষের লোকজনকে বাড়ির আঙিনায় ফেলে দলবেঁধে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। কোনো কোনো সময় সড়ক-মহাসড়ক ও জলাশয়ে মিলছে মরদেহ। চলতি বছরে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্ধশত হত্যাকাণ্ড সংগঠিত হয়।

এ সব হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা হলেও অনেক আসামি এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি মাসের পর মাস পেরিয়ে গেলেও অপরাধীরা ধরা পড়ছে না। প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের গড়িমসি এবং খুনের মতো ঘৃণ্য ঘটনায় সমাজপতিদের হস্তক্ষেপে আপসের মতো অপসংস্কৃতির কারণেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়া যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us