গণস্বাস্থ্যে এক লাখ টাকায় সেরিব্রাল পালসির চিকিৎসা সম্ভব
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৮:৫৭
গণস্বাস্থ্য কেন্দ্রে এক লাখ টাকায় শারীরিক বা মোটরজনিত রোগ সেরিব্রাল পালসির চিকিৎসা করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, ‘পুষ্টিহীনতা ও বাচ্চা হওয়ার সময় পর্যাপ্ত অক্সিজেন না পাওয়া- এ দুটি সমস্যার কারণে এ রোগটি হতে পারে। তাই আমাদের প্রথম কাজ হবে এটি প্রতিরোধ করা। যদি রোগটি হয়ে যায়, তাহলে সার্জিক্যাল অপারেশন করতে হয়। সার্জিক্যাল অপারেশনে রোগ ভালো হয়। চিকিৎসা খুবই ব্যয়বহুল। বিভিন্ন প্রতিষ্ঠান এই রোগের অপারেশনের জন্য তিন থেকে চার লাখ টাকা নিয়ে থাকে। আমরা কিন্তু এক লাখ টাকায় এ চিকিৎসা দিচ্ছি।’