সাংবাদিক ও 'বাউতদের' মারধর, অভিযোগ দিলে থানায় গিয়ে পেটানোর হুমকি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১২:০৬

পাবনার ভাঙ্গুড়ায় বিলের বাউৎ উৎসবে মাছ ধরার সময় দরিদ্র মৎস্যজীবীদের পিটিয়ে আহত করেছেন পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম খান ও তার লোকজন। এসময় মৎস্যজীবীদের পেটানো ও তাদের গাড়ি ভাংচুরের ছবি তুলতে গেলে উপজেলার দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুলকে মারধর করেন ইউপি সদস্য নুরুল ইসলাম খান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পিপুল ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিতে গেলে প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম খান থানায় গিয়ে প্রকাশ্যে সাংবাদিক পিপুলকে আবারো মারধরের হুমকি দেন।

জানা যায়, প্রতিবছর বন্যার পানি নেমে গেলে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকার বিলে আশেপাশের এলাকাসহ বিভিন্ন উপজেলার লোকজন উন্মুক্তভাবে মৎস্য শিকার করতে আসেন। স্থানীয় ভাষায় এসব মৎস্যজীবীদের বাউৎ বলা হয়। ভাঙ্গুড়ার বিভিন্ন বিলে যুগ যুগ ধরে এই বাউৎ উৎসব চলে আসছে। এরই মধ্যে উপজেলার অনেক বিলে মৎস্য শিকার উৎসবে মেতে উঠেছিলেন তারা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ছাতিয়ানের বিলে বাউৎ উৎসবে শত শত মানুষ অংশগ্রহণ করে। দীর্ঘদিন ধরে এই বিলের নিয়ন্ত্রণ রেখেছেন পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের পাথরঘাটা চক্রপাড়া গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলাম খান। এ অবস্থায় শনিবার সকালে ওই বিলে বাউতরা নামলে ইউপি সদস্য নুরুল ইসলাম খানের নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় অন্তত ১০/১২ বাউৎ আহত হন। এছাড়া একই সময়ে বাউতদের ব্যবহৃত নসিমন-করিমন গাড়িও ভাংচুর করেন হামলাকারীরা। এ সময় ছবি তুলতে গেলে ভাঙ্গুড়া উপজেলার দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুলকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন ইউপি সদস্য নুরুল ইসলাম খান। মারধরে পিপুলের হাতের একটি আঙ্গুল ভেঙে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে ডিউটি অফিসার এএসআই মুকিম হোসেন পুলিশ ফোর্স নিয়ে বিলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে মারধরের ঘটনায় সাংবাদিক পিপুল থানায় লিখিত অভিযোগ করেন। তবে নুরুল ইসলাম খান থানায় গিয়ে সকলের সামনে অভিযোগ তুলে নিতে পিপুলকে শাসান এবং মারধরের হুমকি দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us