আমতলী-তালতলী সড়কের সংস্কারকাজ নিয়ে ঠেলাঠেলি

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১১:০০

বরগুনার আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। এ কারণে সড়কটির পিচ ও খোয়া উঠে গেছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। এ অবস্থায় চার মাস আগে সড়কটি দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বলছে, তারা সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে হস্তান্তর করেছে। তাই সড়কটি সওজের সংস্কার করার কথা। কিন্তু সওজ বলছে, তারা সড়কটি হস্তান্তরের কাগজ এখনো পায়নি। এ কারণে সংস্কার করতে পারছে না।

এলাকার লোকজন বলছেন, এলজিইডি ও সওজের ঠেলাঠেলির কারণে সড়কটি যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। এ কারণে সড়কটি কেউ সংস্কার করছে না। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

আমতলীর আড়পাঙ্গাশিয়া বাজারের পাশ থেকে তালতলীর ফকিরহাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। এটি দিয়ে ঢাকা, বরিশালসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন আমতলী ও তালতলী উপজেলার মানুষ। সোনাকাটা ইকোপার্ক ও শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে যাওয়ার একমাত্র সড়ক এটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us