যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিজয়ী প্রার্থী জো বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যেও জয়ী হতে চলেছেন। আজ শনিবার ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৯৯২ সালের পর থেকে এবারই প্রথম জর্জিয়ায় ডেমোক্র্যাটরা জয় পেতে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন নর্থ ক্যারোলাইনায়।
সিএনএনের খবরে বলা হয়, জর্জিয়ায় বাইডেন ১৬টি ইলেক্টোরাল ভোট পেলেন। এ নিয়ে তাঁর ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬। আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২৩২।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ভোট গণনা বাকি ছিল। বাইডেন বেশি ভোট পেয়েছেন আটলান্টায়।