২৪০ দিন বা ৮ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার পর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কেয়ারি সিন্দবাদ ও এমভি ফারহান ক্রুজ নামের দুটি জাহাজে করে ৮৪৪ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। গত ১৮ মার্চ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।
সরেজমিন দেখা গেছে, সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ ছাড়ার জন্য নাফ নদীর তীরঘেঁষা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নদীবন্দর স্থাপিত হয়েছে। এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি জেটি, পন্টুন ও একটি যাত্রীছাউনি এবং টয়লেট স্থাপন করেছে।