নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অপবাদ দিয়ে যুবককে আটক করে নির্যাতনের পর মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইলে পুলিশ নাসিক ২৫ নম্বর ওয়ার্ড দেউলী চৌরা পাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।নির্যাতনের শিকার মো. মেরাজ বন্দর দেউলী এলাকার ইয়াছিন মোল্লার ছেলে।
মো, মেরাজ জানান, দরিদ্রতার কারণে আগে থেকেই অটোরিকশা চালাতেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে দেউলী চৌরাপাড়া এলাকার মো. জাবেদ, মুন্না, শহীদসহ কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। অটোরিকশা চুরির বিষয় কিছুই জানেন না বলা মাত্রই কয়েকজন মিলে তাকে বেদম মারপিট করে। একপর্যায়ে তার মা রীপা বেগমকে ফোন করে টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিতে চাপ দেয়। অটোরিকশার মূল্য বাবদ দেড় লাখ টাকা না পেলে তাকে ছাড়বে না বলে তার মাকে জানায় তারা। নিরুপায় হয়ে তার মা ৯৯৯ এ ফোন করেন এবং বিষয়টি জানান।