এ দেশে পেশাজীবীদের মধ্যে চিকিৎসকদের আয়-রোজগার বেশ ভালো। হাসপাতালের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসও করেন। এ জন্য চিকিৎসকেরা আলাদা চেম্বারও নেন। কিন্তু বছর শেষে হাসপাতালের বেতনের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস থেকে বিশাল অঙ্কের টাকা আয় করেন, যা পুরোটাই করযোগ্য। এবার দেখা যাক, চিকিৎসকেরা কীভাবে রিটার্ন জমার সময় আয়-ব্যয় ও করের হিসাব দেবেন।