এবার পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক টিকা আনছে ভারত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৬:১০

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে নারীদের পাশাপাশি এবার পুরুষের জন্যও জন্মনিয়ন্ত্রক টিকা আনছে ভারত। দেশটির রাজধানী নয়াদিল্লির একদল গবেষক দীর্ঘদিনে গবেষণার পর এই টিকা প্রস্তত করেছেন। তারা জানিয়েছেন, পুরুষদের জন্মনিয়ন্ত্রক এই টিকা একবার প্রয়োগ করলে ১৩ বছর তার প্রভাব থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পেট ও উড়ুর মধ্যে ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করা যাবে এই টিকা। এতে জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। ক্লিনিক্যাল ট্রায়ালে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এই টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে। ৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭ দশমিক ৩ শতাংশ। তিন রাউন্ডের ট্রায়ালে কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us