‘শঙ্খনীল কারাগার’ থেকে ‘ঘেটু পুত্র কমলা’ বাংলা সিনেমার আকাশে হুমায়ূন আহমেদ যেন ‘শ্রাবণ মেঘের দিন’। ‘নয় নম্বর বিপদ সংকেত’ থেকে ‘নন্দিত নরকে’ তিনি ঢাকাই সিনেমাকে দিয়ে গেছেন এক ‘শ্যামল ছায়া’। হুমায়ূন আহমেদ তাঁর দীর্ঘ ক্যারিয়ারে জাদু দেখিয়েছেন; সেই জাদু কথার, শব্দের আর নির্মাণের। আজ ১৩ নভেম্বর, এই কিংবদন্তির ৭২তম জন্মদিন।
এমন দিনে এনটিভি অনলাইনের কাছে হুমায়ূন আহমেদকে স্মরণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক রিয়াজ আহমেদ। যিনি হুমায়ূন আহমেদের সঙ্গে তাঁর ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় কাজ করেছেন। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রিয়াজ।