সত্যি কথা কি, ‘তামাশা’ নিয়ে যতটা উন্মাদনা ছিল, প্রকাশের পর ততটা সাড়া আমি পাইনি। যে রকম প্রত্যাশা নিয়ে গানটি প্রকাশ করেছিলাম, গানটি বোধ হয় শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। গানটি যখন করি, তখন করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ওই পরিস্থিতিতে গানটির ভিডিও নির্মাণে ভালো টিম পছন্দ করতে পারিনি।
কারিগরি দিকটাও উন্নত ছিল না। তা ছাড়া করোনার কারণে আমি নিজেও ভালো কোনো স্টুডিওতে গিয়ে গানটি ধারণ করতে পারিনি। ফলে গানটিও আমার কণ্ঠে ততটা শ্রুতিমধুর হয়নি। ফলে সবদিক থেকেই ‘তামাশা’ গানটি শ্রোতাদের সামনে ঠিকমতো তুলে ধরতে পারিনি।