বিহারে বিজেপির বিজয়মিছিল ঘিরে উত্তেজনা, ভাঙচুর মসজিদ! জখম ৪
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১০:৩০
বিহারে বিজয়মিছিল করতে গিয়ে একটি মসজিদে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন। পূর্ব চম্পারণ জেলার জামুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, এক বিজেপি বিধায়কের নির্বাচনে জয়ের সেলিব্রেশনে যখন বিজয় মিছিল বের হয়, তখন সন্ধের নমাজপাঠ চলছিল। সেই সময় স্লোগান না-দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিজেপি সমর্থকদের। এর থেকেই ঝামেলার সূত্রপাত।